লক্ষ্মীপুরে এক কিশোরীকে তুলে নিয়ে জোরপূর্বক ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ মে) রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভূতা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রুবেল (১৯) কমলনগর উপজেলার দক্ষিণ চরমার্টিন এলাকার আবদুল মালেকের ছেলে।
কিশোরী ধর্ষণের ঘটনায় ভিকটিমের মা আয়েশা বেগম বাদী হয়ে মঙ্গলবার দিবাগত রাত ১২ টার দিকে লক্ষ্মীপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত দুই মাস ধরে কমলনগর উপজেলার দক্ষিণ চরমার্টিন এলাকার আবুল কালামের মাদ্রাসা পড়ুয়া ১৫ বছর বয়সী মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল একই এলাকার রুবেল নামের এক অটোরিকশা চালক। বিষয়টি ভিকটিমের মা আয়েশা বেগম স্থানীয় লোকজনদের জানালে রুবেল ওই কিশোরীকে অপহরণের হুমকি দেয়।
সোমবার (৫ মে) বিকেল ৩টার দিকে ভিকটিম ওই কিশোরী স্থানীয় চরমার্টিন মহিলা মাদ্রাসা থেকে ক্লাস শেষে বাড়ি ফেরার পথে রুবেল কৌশলে ভিকটিম কিশোরীকে তার অটোরিকশায় তুলে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভুতা এলাকার মোসল্লা ব্যাপারী বাড়িতে নিয়ে যায়। সেখানে ওই দিন রাত দুইটার দিকে জোরপূর্বক ওই কিশোরীকে ধর্ষণ করে রুবেল।
এ সময় কিশোরীর চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় রুবেল। খবর পেয়ে ভিকটিমের মা ঘটনাস্থল থেকে কিশোরীকে উদ্ধার করে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল মোন্নাফ জানান, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে।
/সময় সংবাদ