সারা দেশে একদিনে আওয়ামী লীগের সাবেক এমপিসহ আরো এক হাজার ৮২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ররিবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য দেন। তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯৯৬ জন আসামি রয়েছে। এর বাইরে অন্যান্য ৮২৫ জনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানের সময় একটি পিস্তলসহ গুলি ও অন্যান্য অস্ত্র উদ্ধারের তথ্য পাওয়া গেছে।
এদিকে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের সাবেক এমপিসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরো সাতজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।
তাঁরা হলেন সুনামগঞ্জে আওয়ামী লীগ মনোনীত সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শামীমা আক্তার খানম ওরফে শামীমা শাহরিয়ার, নবীনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসেন সরকার, রাজধানীর দারুস সালাম থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. ইমরান মতি, গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআর আই) পরিচালক ও শেখ হাসিনার সহকারী প্রেস সচিব মু. আশরাফ সিদ্দিকী ওরফে বিটু, কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো.নেছার আহমেদ ওরফে নেছার উদ্দিন হাওলাদার, দারুসসালাম থানা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. রবিউল ইসলাম ও দক্ষিণ বাড্ডা বাজার ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম বিপ্লব।
এ ছাড়া নওগাঁর বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাহাড়পুর ইউপি চেয়ারম্যান আবু হাসনাত মো. মিজানুর রহমান কিশোর, রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম মন্টু, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মর্তুজা, খুলনা মহানগর মহিলা আওয়ামী লীগের সহসভাপতি লিভানা পারভীনকেও গ্রেপ্তার করা হয়েছে।
/কালের কন্ঠ