Youth Club of Bangladesh (YCB)-এর 12th Foundation Day উদযাপিত


 

চট্টগ্রাম, ১৬ আগস্ট ২০২৫:

Youth Club of Bangladesh (YCB) চট্টগ্রাম ডিভিশনের উদ্যোগে CU Public Administration Alumni Association (CUPAAA) অফিসে জাঁকজমকপূর্ণ পরিবেশে উদযাপিত হয়েছে সংগঠনটির 12th Foundation Day। তরুণদের সৃজনশীলতা, নেতৃত্ব ও ইতিবাচক পরিবর্তনের অঙ্গীকারকে সামনে রেখে আয়োজনটি প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।


অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল “Showing Thyself Globally” প্রকল্পের আওতায় আয়োজিত সেমিনার “Professional Pathway”। সেমিনারের তিনটি গুরুত্বপূর্ণ সেশন ছিল— Mastering Public Speaking, Productivity and Time Management এবং Writing Resume।


সেশনগুলো পরিচালনা করেন Mr. Nazmul Hassan, Founder of EduArt ও Global Business Matchmaker; Mr. Arif Ahmad, AGM and Head of Compliance, Chittagong Stock Exchange PLC; এবং Professor Dr. Mohammad Javed Hossain, Department of Marketing, University of Chittagong।


সেমিনারে বক্তারা তরুণদের আত্মবিশ্বাস বৃদ্ধি, কার্যকর যোগাযোগ দক্ষতা অর্জন, সময় ব্যবস্থাপনা ও উৎপাদনশীলতার গুরুত্বের ওপর আলোকপাত করেন। পাশাপাশি পেশাগত জীবনের প্রথম ধাপে একটি শক্তিশালী রেজুমে তৈরির প্রয়োজনীয়তা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা জানান, সেশনগুলো তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে দিকনির্দেশনা দিয়েছে এবং বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদের যোগ্য করে তুলতে অনুপ্রাণিত করেছে।


পূজা চক্রবর্তী, কো-অর্ডিনেটর, ইয়ুথ ক্লাব অব বাংলাদেশ চট্টগ্রাম ডিভিশন সামগ্রিক আয়োজন ও সেমিনার নিয়ে বলেন—

“এই সেমিনারের মূল উদ্দেশ্য ছিল তরুণদের এমন কিছু বাস্তবমুখী দক্ষতা শেখানো, যা তারা সরাসরি জীবনে প্রয়োগ করতে পারবে। আমাদের বিশ্বাস, অংশগ্রহণকারীরা এখানে যা শিখেছে, তা তাদের আত্মবিশ্বাসী, দায়িত্বশীল এবং বিশ্বমানের প্রতিযোগিতায় যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।”


এক যুগেরও বেশি সময় ধরে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও দক্ষতাভিত্তিক কর্মকাণ্ডের মাধ্যমে তরুণদের বিকাশে কাজ করে আসা Youth Club of Bangladesh (YCB)-এর এ আয়োজন শুধু একটি বার্ষিকী উদযাপনই নয়, বরং আগামী দিনের নেতৃত্ব গড়ে তোলার এক প্রতিশ্রুতিশীল পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।