ভারতের হামলায় পাকিস্তানে নিহত বেড়ে ২৬


 পাকিস্তানের আজাদ কাশ্মিরসহ দেশটির কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে। আহত হয়েছেন অন্তত ৪৬ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পাকিস্তান ডিজিএফআইয়ের মহাপরিচালক লেফটেনেন্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বুধবার (৭ মে) সকালে ডনকে এসব তথ্য নিশ্চিত করেছেন। 


হতাহতের বিষয়ে হালনাগাদ তথ্য দিয়ে তিনি বলেন, ভারতের হামলায় ছয়টি এলাকায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে, আহত হয়েছেন ৪৬ জন।

বাহওয়ালপুরের আহমেদপুর পূর্বাঞ্চলে ১৩ জন নিহত হয়েছেন, যার মধ্যে একজন শিশু, সাতজন নারী এবং চারজন পুরুষ। আহত ৩৭ জনের মধ্যে নয়জন নারী এবং ২৮ জন পুরুষ রয়েছেন বলে তিনি জানান।

মুজাফফরাবাদের কাছে বিলাল মসজিদে হামলার বিস্তারিত বর্ণনা দিয়ে তিনি বলেন, সেখানে তিনজন নিহত হয়েছেন। এছাড়া কোটলিতে আব্বাস মসজিদকে লক্ষ্যবস্তু করা হয়েছিলো, যার ফলে ১৬ বছর বয়সী এক শিশু এবং ১৮ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। 

এদিকে হামলার কথা স্বীকার করে ভারতীয় সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘অপারেশন সিঁদুর’ নামে এ অভিযানে পাকিস্তানের ৯টি জায়গায় হামলা চালানো হয়েছে। 

দেশটির সশস্ত্র বাহিনীর দাবি, এই হামলায় সশস্ত্র বাহিনীর অবকাঠামো লক্ষ্য করা হয়েছে; পাকিস্তানের সেনা সদস্যদের লক্ষ্য করে কোনো হামলা চালানো হয়নি।


বিবৃতিতে আরও বলা হয়েছে, কিছুক্ষণ আগে, ভারতীয় সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করেছে। পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত জম্মু-কাশ্মিরে সন্ত্রাসীদের অবকাঠামোতে আঘাত হানা হয়েছে। যেখান থেকে ভারতের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও পরিচালনা করা হয়েছে। সব মিলিয়ে ৯টি জায়গায় আঘাত হানা হয়েছে।