লক্ষ্মীপুরে যুবকের মরদেহ উদ্ধার, গলায় আঘাতের চিহ্ন


 লক্ষ্মীপুর জেলা সদরের আটিয়াতলী গ্রামের স্বর্ণকার বাড়ি থেকে মোহাম্মদ রকি নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৬ মে) বিকালে জেলা কারাগার সংলগ্ন স্বর্ণকার বাড়ি থেকে সদর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। তবে এ পর্যন্ত থানায় কোনো মামলা রেকর্ড হয়নি।


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মৃতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। অভিযোগ রয়েছে ঘটনাটি ধামা চাপা দেয়ার অপচেষ্টা চলছে। ময়না তদন্ত ছাড়াই মরদেহ দাফনের চেষ্টা চলছে।

সূত্রে আরও জানা গেছে, রকির দুই ভাই এবং মা তার বাবা মারা যাওয়ার পর থেকে নানার বাড়িতেই বড় হয়। এর মাঝে নানীর ৭০ শতক জমি নিজ নামে লিখে নেয় রকি। এ নিয়ে নানার বাড়ির পরিবারের সাথে দ্বন্দ্ব দেখা দেয় তাদের।



/চ্যানেল আই