জুলাই গণঅভ্যুত্থানে পতিত আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে শুক্রবার বাদজুমা ছাত্র-জনতার গণজমায়েতের ডাক দেয়া হয়েছে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পূর্ব পাশে ফোয়ারার সামনে ট্রাকের ওপর তৈরি করা হচ্ছে মঞ্চ।সরেজমিনে দেখা যায়, ৫টি ট্রাক একসঙ্গে করে তার ওপর সামিয়ানা টাঙ্গিয়ে অস্থায়ী মঞ্চ তৈরি করছেন শ্রমিকরা। যমুনার প্রধান ফটলের সামনে বিক্ষোভকারীরা আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এ কর্মসূচি ঘিরে হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিক থেকে কাকরাইল মসজিদের দিকের রাস্তায় পুলিশ ব্যারিকেড বসিয়েছে। এতে যান চলাচল বন্ধ রয়েছে।
জানা গেছে, ছাত্র-জনতার এ গণজমায়েতে আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার জোর দাবি জানানো হবে। এখান থেকে ঘোষণা আসতে পারে দাবি আদায়ে আল্টিমেটামেরও।
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজ বাদজুমা বড় জমায়েতের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এতে দল মত নির্বিশেষে সবাইকে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
একই দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বৃহস্পতিবার রাত ১০টা থেকে অবস্থান কর্মসূচি শুরু করে ছাত্র-জনতা। তাদের এ অবস্থান অব্যাহত রয়েছে।
এতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জুলাই ঐক্য, শিবির, আপ বাংলাদেশ, ইনকিলাব মঞ্চ, হেফাজতে ইসলাম, গণতান্ত্রিক ছাত্র সংসদ, কওমি মাদরাসার শিক্ষার্থী ও ছাত্র পক্ষসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। এ ছাড়াও জামায়াতে ইসলামীসহ বিভিন্ন সংগঠন সংহতি জানিয়েছে।
/amardesh