সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানকে তাদের দেশে ক্রিকেট ভেন্যু ব্যবহারের অনুমতি দিলেও ভারতের ক্ষেত্রে জানিয়েছে ‘না’। এর ফলে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসর সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের যে বিকল্প পরিকল্পনা ছিল, তা আপাতত বন্ধ হয়ে গেছে। পাকিস্তানের সঙ্গে আমিরাতের পূর্ববর্তী চুক্তির কারণেই ভারতকে খালি হাতে ফিরতে হয়েছে বলে জানা গেছে।
জিও সুপারের এক প্রতিবেদন অনুযায়ী, ভারত-পাকিস্তানের সাম্প্রতিক উত্তেজনার আবহে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশ পাকিস্তান থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে নেওয়ার সিদ্ধান্ত নেয়। শুরুতে করাচিতে টুর্নামেন্ট শেষ করতে চাইলেও বিদেশি ক্রিকেটারদের নিরাপত্তার আপত্তিতে দ্রুত এটি আমিরাতে স্থানান্তর করা হয় এবং সেখানকার মাঠগুলো পিএসএলের জন্য বরাদ্দ করা হয়।
অন্যদিকে, ভারতেও পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের একটি ম্যাচ ধর্মশালায় নিরাপত্তা হুমকির কারণে মাঝপথে বন্ধ করে দিতে হয়েছিল। এই পরিস্থিতিতে বিসিসিআই আইপিএলের বাকি ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করতে আগ্রহী হয় এবং আনুষ্ঠানিক প্রস্তাবও দেয়। কিন্তু এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি) পাকিস্তানের সঙ্গে পূর্বের চুক্তি দেখিয়ে ভারতকে জানিয়ে দেয় যে, তারা আর আইপিএল আয়োজন করতে পারবে না। এই কারণেই আরব আমিরাতে মাঠ না পাওয়ায় বিসিসিআই বাধ্য হয়ে এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিত করেছে।
বিসিসিআই এখন সেপ্টেম্বরের একটি ফাঁকা সময়ে আইপিএল আয়োজনের কথা ভাবছে, তবে সেই সময়ে এশিয়া কাপ থাকায় এটিও অনিশ্চিত। বিকল্প ভেন্যু হিসেবে ভারত দক্ষিণ আফ্রিকার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে সেখানেই হয়তো আইপিএলের বাকি অংশ অনুষ্ঠিত হতে পারে। আমিরাতের এই সিদ্ধান্তে আইপিএল আয়োজনে নতুন করে জটিলতা তৈরি হয়েছে।
/চ্যানেল ২৪