রহমান খন্দকারের কবিতা


 

সময়ের অপমৃত্যু


কালের গভীরে এক বিষণ্ণ প্রহর,

যেখানে স্মৃতির স্রোত হয় শুধু পাথর।

পূর্বপুরুষ আর উত্তরসূরির দ্বন্দ্ব ঘোর,

যেন ধ্বংসের স্তূপে বাঁচে সময়ের ডোর।


অবলীলাক্রমে ধেয়ে আসে অমোঘ নিয়তি,

পশুর মতন ক্ষিপ্র, নাহি জানে মিনতি।

চূর্ণ করে আশা, স্বপ্ন যত্নে গড়া,

সময়ের চক্র ঘোরে, সব কিছুতে জড়া।


ধূসর প্রান্তরে কাঁদে ভগ্ন হৃদয়,

হারানো দিনেরা ডাকে, "কোথায় আশ্রয়?"

নিষ্ফল রোদন শুধু, ফেরে প্রতিধ্বনি,

সময়ের অপমৃত্যু, এ কেমন চক্র !