বোনের জন্মদিনে সাদেক আহমেদের কবিতা

ছবিতে সাদেক আহমেদ ও তার বোন সালমা আরেফিন 



 কবি সাদেক আহমেদ ; লক্ষ্মীপুরের ছেলে। বর্তমানে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছেন। আজ ০৩ মে তার বোন সালমা আরেফিনের জন্মদিন। জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করে বোনকে নিয়ে লিখেছেন কবিতা। কবিতাগুলো প্রকাশ করা হলো নতুন লক্ষ্মীপুরের সাহিত্য পাতায়। 

                                              - সাহিত্য সম্পাদক 

 

কবিতা

বোন সালমা আরেফিন - কে



১.

নিভৃত সময়ের কণ্ঠে যখন নীরবতা বাজে,

ভালোবাসা তখন শব্দ হয়ে খুঁজে নেয় আপনাকে।

রোদের উষ্ণতায় যেমন মাটির গন্ধ জেগে উঠে,

আপনার হাসিতেও তেমন জেগে ওঠে একধরনের প্রশান্তি।


২০২১ সালে সাদেক ও তার বোন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে


২.

নদীর মত বয়ে চলা জীবনেও কিছু মানুষ স্থির দ্বীপ হয়ে থাকে,

আপনিও ঠিক তেমনি—আমার নির্ভরতার নিরালোক আশ্রয়।


২০১৮ সাল, সাদেক ও তার বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে


৩.

অথৈ সাগরে সামুদ্রিক প্রবালদ্বীপ যেমন প্রাণিদের আশ্রয়স্থল হয়ে থেকে যায়,

আপনিও থেকে যান আমার অনন্তকালের আশ্রয়স্থল হয়ে।


২০২১ সালে পূর্বাচলে