লক্ষ্মীপুরে শিশু ধর্ষণ চেষ্টায় মামলা, ২ আসামি কারাগারে


 

লক্ষ্মীপুরের চররুহিতা ও করাতিরহাট এলাকায় ১০ বছরের দুই শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।



শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে গ্রেফতাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।


গ্রেফতাররা হলেন: উত্তর চর রমনী মোহন গ্রামের মৃত শরফ আলী আহনের ছেলে নুর মিয়া আহন (৫০) ও একই গ্রামের আবদুর রহিমের ছেলে এমরান হোসেন (১৮)।

এরআগে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে ভুক্তভোগী দুই শিশুর মা বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় পৃথকভাবে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুইটি মামলা করেন। রাতেই পুলিশ অভিযান চালিয়ে সদর উপজেলার চররমনী মোহন ও চররুহিতা এলাকা থেকে অভিযুক্ত ওই দুই ব্যক্তি গ্রেফতার করে।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, সদর উপজেলার করাতিরহাট এলাকায় বৃহস্পতিবার বিকেলে ১০ বছরের এক শিশু স্কুল শেষে বাড়ির দিকে ফিরছিল। এ সময় তাকে জোর করে সয়াবিন খেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে এমরান হোসেন। শিশুটি চিৎকার করলে পালিয়ে যান এমরান। পরে শিশুটিকে উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, একই সময় চররুহিতা এলাকায় প্রতিবেশীর বাড়িতে টিভি দেখতে গেলে এক শিশুকে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত নুর মিয়া। এ দুই ঘটনা জানাজানির পর স্থানীয়ভাবে একটি প্রভাবশালী চক্র মীমাংসার নামে ধামা-চাপা দেয়ার চেষ্টা করে। পরে পুলিশের সহযোগিতায় নির্যাতিত দুই শিশুর পরিবার সদর থানায় পৃথক দুটি মামলা করেন। এরপর রাতে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হয়।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, ‘এ ঘটনায় আলাদাভাবে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা হয়েছে। অভিযুক্তদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।’


/সময় সংবাদ